তুমি মোর ভালবাসা, তুমি স্বপ্ন আঁকা।
হৃদয়ের মাঝে তুমি, চলো আঁকাবাঁকা।
বুকের রক্ত শাখায়, মিশে আছো তুমি।
লতা পাতা ছিন্ন মূল, তুমি ছাড়া আমি।
বৃষ্টি ঝরা মেঘমালা, শূন্য পথে বাদী।
তিলে তিলে যায় পুড়ে, আমি শুষ্ক নদী।
তুমি আছো প্রতি গানে, মোর চিত্ত জুড়ে।
তুমি ছাড়া সব সুখ, যায় যেন পুড়ে।


যতদিন ক্ষণ যায়, চোখের তারায়;
মিটমিটে জ্বলে যেন, কত স্বপ্ন হায়।
পাহাড়ি ঢলের মত, তুমি নেমে আসো।
বুকে এসে বাঁধো বাসা, মোরে ভালবাসো।
তুমি ছাড়া এই ভবে,  শূন্য খাঁচা আমি।
বুক যাবে ভরে সুখে, ধরা দিলে তুমি।


রচনা কাল ঃ
২৪/০৭/২০১৭ ইং
২ঃ৪৭ পিএম।