ভালবেসে স্বপ্ন হাসে, মেঘের আড়ালে।
অন্ধকারে আলো ফোটে, চাঁদ যেন জ্বলে।
মনে কেন এত প্রেম, উঠে আজ জেগে।
এমন হয়নি কভু, হয় নি তো আগে।
কিসের ছোঁয়ায় আজ, মন সুখে ভরে।
রাতের আঁধার কেন, যায় আজ সরে।
ভাবনাতে হাসি খুশি, কোথা থেকে আসে।
বুঝেছি সবই হয়, যেন ভালবেসে।


দুটি পাখি এক ডালে, বসে গান গায়।
তাদের জীবন যেন, প্রেমে ভরে যায়।
ভুবনের সাথে চাঁদ, প্রেম যেন করে।
আলো দেয় তাই বুঝি, যেন অন্ধকারে।
আজ মনে প্রেম জাগে, কারে যেন দেখে;
তারে নিয়ে কাটে যেন, দিন গুলো সুখে।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
৪ঃ০৬ পিএম।