আজকে ভোরের পাখি এসেছিল দ্বারে
জানালার পাশে গাছে বসে উঁকি মারে।
আমায় জাগাবে বলে কত গান গায়
আমি শুনি মন ভরে থেকে বিছানায়।
উঠি উঠি করে করে উঠি নাহি পাছে
আবারো ঘুমের পরী আসে খুব কাছে।
কিছুক্ষণ পরে আসে সূর্য আলো নিয়ে
ঘুম কিনে নেয় সে যে মিষ্টি আলো দিয়ে।


ঠান্ডা হাওয়ায় ভরে সারা ঘর ভোরে
ভাবনা কত মধুর সেই ঘুম ঘোরে।
কাজ কাম না থাকলে কি করতো সবে
সকালের ঘুম দিত প্রাণ ভরে ভবে।
ভোরের পাখির তবে থাকতো না দাম
তা হবে না জীবনের আছে বড় কাম।


রচনা কাল : ২৫/০৫/২০১৮ ইং