বহু দিন পরে হল, বহু ক্ষণ দেখা।
কিন্তু বুকের ভেতর, জ্বলে যেন শিখা।
আগের মতন আছো, নাকি পাল্টে গেছো।
বার বার বলে মন, শান্তিতে কি আছো?
মুখের চেহারা যেন, রুক্ষ শুষ্ক আজ।
আগের মতই যেন, করো তুমি কাজ।
মুখ বুঝে সয়ে যাও, শত শত ব্যথা।
তাইতো তোমায় নিয়ে, বাড়ে মোর কথা।


জীবনের স্বপ্ন সাধ, হল না পূরণ।
শত ব্যস্ততায় হয়, তোমায় স্মরণ।
ভুলে গেছি তবু যেন, হৃদয় গভীরে;
সারাক্ষণ থেকে যাও, দুঃখ ঝরে ঝরে।
ভ্রমণে যাবার কালে, তোমার দেখায়;
বার বার চোখ যায়,  স্মৃতির পাতায়।


রচনা কাল ঃ
২৮/০৭/২০১৭ ইং
৫ঃ২৯ পিএম।