ভুল বুঝে ভুল পথে, গেলে তুমি চলে।
বুঝলে না একবার, কি শিখা জ্বালালে।
মনে ছিল কত কথা, সব আজ মিছে।
দাম নেই সেই কথা, বলে আর পিছে।
কেন এ হৃদয়ে এসে, করে ছিলে বাসা?
বলে ছিলে মিথ্যে কেন? সেই ভালবাসা।
হৃদয়ের এক কোনে, বেদনার খাম;
পড়ে আছে বহু দিন, ঝরে তাই ঘাম।


বুক পিঠে কষ্ট আছে, তোমার কারণে।
স্মৃতির পাতায় দেখ, আসবে স্মরণে।
কত দিন ঘর ছাড়া, ছিলাম উপোস।
তুমি যেন করে ছিলে, সুখে উঠ বস।
মনে পড়ে কত কথা, ধরে মোর মাথা।
চুপ করে সয়ে যাই, আছে যত ব্যথা।


রচনা কাল ঃ
২০/০৬/২০১৭ ইং
২ঃ২৮ পিএম।