সেদিন বৃষ্টির দিনে ভিজে দু'জনায়
খেয়াঘাটে কথা বলে মন মিলে যায়।
সাক্ষী আছে খেয়াঘাট আছে নদী জল
আরো আছে ভোলা মাঝি শিশুদের দল।
ডানা ভেজা পাখি গুলো গাছের আড়ালে
ছিল বসে সে সময় পাশে গাছ ডালে-
তারাও শুনেছে যেন আমাদের কথা
ওরাও তো দিবে সাক্ষি যদি দাও ব্যথা।


কোন দিন কোন ক্ষণে যদি ভুলে যাও
মরণ হবে আমার তুমি শুনে নাও।
তোমার আঁখির মাঝে সারাটি জীবন
রয়ে যাবো শুধু সুখে হয়ে গো কিরণ।
তোমার ছোঁয়ায় মন রাঙালো ভুবন
সেই কারণে তোমায় চায় শুধু মন।


রচনা কাল : ২০/০৫/২০১৮ ইং