এ বুকে আমার বিষাদ সিন্ধু,
অনুতাপে উঠছে ভরে।
বেদনার স্রোতে ভেসে চলেছি,
মরীচিকার হাত ধরে ।
ক্ষণে ক্ষণে বাজে মর্মের সুর,
বিলাসী অশ্রুর দোলা!
করুণ রোদনে ফেটে চৌচির,
প্রেম তিয়াসির গলা!
চোখের সাগরে বুকের রক্ত,
দিক-ভ্রম হয়ে ছুটে।
কালের নিকটে ক্ষান্ত হয়ে,
পদতলে পড়েছে লুটে ।
বিষ-ব্যথা’রা শিষ দিয়ে যায়,
অনলের ঢেউ তালে।
দুর্দশা-দিবায় গ্রীবা শুকে যায়,
হতাশার বেড়াজালে ।
ভাঙে হৃদ-কূল বুকে বিঁধে শূল,
অযাজিত নিয়ম ধরার।
বুকের চাতালে বিধুরের গমন"
কিছুই থাকেনা করার ।