অনন্য এ রাতে,
আকাশের বুকে -
মেঘের হাসির আড়ালে
বিশাদের লুকোচুরি।
লুকানো কষ্ট চেপে
তবুও চাদঁ হাসে.!

কখনও রুদ্ধ শ্বাসে-
গলাটা আটকে আসে,
বেড় হতে চাই চাপা কান্না.!

দুচোখ মেঘলা হলো-
বৃষ্টি ঝরেনি আজো,
বুকের নদীতে নেই বন্যা.!

দিন যায় রাত আসে-
আলোকিত ঝলমল,
তবু যেন রাত অনন্যা.!

নির্ঘুম দুটি চোখে-
ধুসর স্বপ্ন ভাসে,
আড়াল হলে নিশি জ্যোৎস্না.!