আমি এক বিংশ শতাব্দীর নষ্ট প্রেমিক
করি প্রেমের নামে করি ছলনা
ছলে বলে কৌশলে দেখতে চাই
প্রিয়সীর উন্মুক্ত বুক, নগ্ন দেহ।


পার্কের ঝোপে কিংবা বন্ধুর ফ্ল্যাটে
প্রেমিকাকে করি উপরি ধর্ষণ
তাতেও কেন্তনই কেননা বিংশ শতাব্দীর প্রেমিক।


প্রেমের নামে ছলনা করলে হয় না বিচার
প্রেমিকা তো বিলিয়ে দিবেই দেহ
নইলে শুনতে হবে" বুঝলাম এই তোমার আমার প্রতি বিশ্বাস "
এই ভালোবাসো?
বেচারী বোকা প্রেমিকা লম্পট প্রেমিকের মন রক্ষার্থে
বিলিয়ে দিবে দেহ।
হা হা হা...


আমি এক বিংশ শতাব্দীর নষ্ট প্রেমিক
করি প্রেমের নামে করি ছলনা।
তুমি বিংশ শতাব্দীর ললনা,
সহজেই বুঝতে হবে,
পুরুষ রুপী পশুর ছলনা।
এটাই প্রেম এইটাই ছলনা।


এটাই প্রেম এইটাই ছলনা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য