কবির কলম চলুক অনাগত,
বর্ণের শব্দ হউক বোমার মতো।
দূর হউক অনাচার আছে যতো।


অমৃতের কপালে সৃষ্টির রসে,
আমার কবিতা উঠুক বাতাসে।
মনের দুঃখ মনে রাখুক বিষে,
কবিতার রৌদ্রে তাকানো অক্ষয়।


স্বপ্নের মেঘে আলোর বৃষ্টি,
কবিতা বীণা বাজুক সুরে সুরে।
পথ চাই বদলের সময়ের মোহে,
কবিতার পাখি পথ দেখিয়ে।


অশান্তির মাঝে স্বর্ণধারা,
কবিতার সাহস করুণা চাওয়া।
শুধু মন ধরি, বিপদ পাওয়ার মাঝে,
কবিতা জীবনে উঠুক হাওয়া।


আমার কবিতা ছড়িয়ে পড়ুক,
সময়ের অলসে পাওয়া মায়া।
কবিতায় অভিমান হোক লেখা,
মানবজাতির মুক্তির সন্ধান।


কবির কলম আজও হাঁচিয়ে থাকে,
আশার আলোতে সমুদ্রের ডাকে।
অনাচারের মাঝে বজ্রের সমান,
কবিতা উঠুক বাতাসের মতো।


কবি ও কবিতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
উৎসর্গ - কবি বন্ধু মোস্তফা কামাল সরকার কে।