আমি চাই কেউ আমাকে
ভালোবাসি বলুক।
কারণে অকারণে, যেকোনো সময়;
বলুক ভালোবাসি।

প্রচন্ড জ্বরে কিংবা তীব্রতম ব্যথায়
যখন গা পুড়ে হচ্ছে ছাই,
তখন কপালে আলতো চুমু দিয়ে
কেউ বলুক ভালোবাসি!
পরম স্নেহে জড়িয়ে নিক বুকে।

অভিমানে মুখ ফিরিয়ে নিলে ওপাশে
ভালোবাসি বলে জড়িয়ে থাকুক সে।

আমি চাই কেউ আমাকে
ভালোবাসি বলুক।
অবেলায় উদ্যানে কিংবা ভরা পূর্ণিমা রাত্রে
কেউ বলুক ভালোবাসি।

কবির আক্ষেপ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য