নায়ক হলে ভালোই হতো
সিনেমা হতো জীবন।
দুঃখ কষ্ট থাকত না কিছু
সুখে থকতো ভূবন।

রঙ্গিন দুনিয়ায় রঙের খেলা
হাসি থাকত মুখে।

মুখে তো হাসি নাই
কপালে চিন্তা চাপ।

নায়ক তো হতে পারলাম না
দুঃখে কাটে বেলা।

কল্পনার নায়ক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য