সকাল থেকেই বৃষ্টি চলেছে ঝরে-
তারি শব্দ কখনও ধীরে বা জোরে‚
নেমেছে ঘন মেঘের ছায়া চারিধারে-
আমি ঘরে একা একাকিত্বের ভারে!

টিপটিপ এই বৃষ্টি দিনে-
পড়ছে মনে খুব তোমাকে‚
কখন আসবে মন ঘরেতে-
কাছে নিবে ভালোবেসে।

রোজ সকালে ভাবি তোমায়-
খালি ডায়েরি কলম হাতে‚
কখন তুমি আসবে ওগো-
সঙ্গ দিতে শব্দ সাজাতে...

মেঘলা দিনে একলা ঘরে-
থাকতে চায়না মনটা বসে‚
তুমি যদি থাকতে পাশে-
ভালোবেসে হাতটি ধরে।

আজ মনে হয় বড় শূন্য এই মন-
বৃষ্টিকেই করতে চায় আপন‚
ধুয়ে যেতে চায়-
আজ সব আবরণ,
চলেছে শুধু একটানা বৃষ্টির নিক্কণ।