কত স্বপ্ন,কত আশা-
পাবো বন্ধুর ভালোবাসা।
আসবে বন্ধু নিশি শেষে -
ভালোবাসবো অনন্ত আবেশে।

হাতে চুড়ি, কানে দুল-
খোঁপায় বাঁধবে বেলীফুল।
চুলের গন্ধে, মন আনন্দে -
হবো আমি আকুল।

কত স্বপ্ন, কত আশা-
পাবো বন্ধুর ভালোবাসা।
আসবে বন্ধু নিশি শেষে -
ভালোবাসার শ্বেতচন্দনে উল্লাসিত মন‚
সম্পর্কের উচ্চ শিখরে আমরা দু'জন।

নিশি শেষে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য