কেনো আসো তুমি;
প্রভাত ও নিশি,
সখীগন নিয়ে -
লাল ওড়না গায়ে।

বিহঙ্গ মন কেবল ই চায়-
দেখিতে তোমার রুদ্র অম্লান।

শত সহস্র ভাবনায়-
লুকিয়ে থাকা শব্দ গুলো উঠে আসে,
কলমের ডগায় কবিতা হয়ে।

প্রতিটি ভোরের নিস্তব্ধতায়
লুকিয়ে থাকা প্রেমময় তুমি,
জুড়ে থাকো প্রতিটি কবিতায়।