১৪ই ডিসেম্বর, শোকের দিন,
মুক্তির মাত্র দুদিন পূর্বে,
সেদিন পাকিস্তানি হানাদার,
বুদ্ধিজীবীদের করলো নিধন।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
সাংবাদিক, চিকিৎসক,
লেখক, শিল্পী, আইনজীবী,
সব পেশার মানুষকেই হত্যা।


একটি জাতির ভবিষ্যৎ,
তাদের হাতেই রয়েছে,
তাদের হত্যা করে,
পাকিস্তানিরা চেয়েছিল,
বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দিতে।


কিন্তু তারা তা পারেনি,
বাংলাদেশের জনগণ,
শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে,
অর্জন করেছে স্বাধীনতা।


শহীদ বুদ্ধিজীবীদের,
আমরা গভীরভাবে স্মরণ করি,
তাদের স্মৃতিকে ধরে রাখি,
এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হই।


**শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি**


তোমরা আমাদের জাতির,
প্রদীপশিখা ছিলে,
তোমারা আলোকিত করেছিলে,
বাংলাদেশের অন্ধকার ভবিষ্যৎ।


তোমাদের হত্যার মাধ্যমে,
পাকিস্তানিরা চেয়েছিল,
বাংলাদেশকে হতাশ করে দিতে,
কিন্তু তারা তা পারেনি।


তোমরা আমাদের,
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলে,
তোমারা আমাদের,
এক জাতি হিসেবে গড়ে তুলেছিলে।


শহীদ বুদ্ধিজীবীদের,
আমরা গভীরভাবে স্মরণ করি,
তাদের স্মৃতিকে ধরে রাখি,
এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হই।