চোখে চোখে চাহনি অনেক হয়েছে
প্রকাশ করো এবার।
নইলে পাখি যাবে উড়ে
সময় নেই যে আর।

অনেক হয়েছে, অনেক হয়েছে!
এবার না হয় বলো।
বলো ভালোবাসি, ভালোবাসি।

পাখি যদি যায় উড়ে,
ফিরবে না আর নীড়ে।
তখন তুমি না দেখে পাখি
থাকবে কেমন করে?

চোখে চোখে চাহনি অনেক হয়েছে
সময় নাই যে আর!
এবার তুমি প্রকাশ করো
বলো ভালোবাসি।।

সময় নেই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য