কার দায়িত্ব ভাঁড় কার কাঁধে বহে,
অচেনা ডাহুক পাখি- কার তরে ডাকে;
কাকে মুখে ঢিল পড়ে, কোন খবরের বাঁকে।
স্বপ্নচারীর মতো অদৃশ্যে লয়ে,
হৃদয়ে সাধন করি; কত ব্যথা সয়ে।
মেঘঢাকা গর্জনে সদা এক ছ’টা জ্যোতি,
গোপনে ডাকে মোরে; উঁকি মারে বিভ্রান্তি।
বুকেতে চাপা কান্না, কাঁধে সে ভাঁড়,
ক্ষুধার্তের অন্ন কাড়াকাড়ি;
সে পারে তাড়াবার।
পেশাহীন সেবাতে দৃষ্টিগোচর,
মর্মবাণী অযথা করে মোরে পর;
নেতৃত্বের নেশা কভূ পারে কী দাঁড়াবার।
ছোবলের নীতি ভূলে-এ পথেতে ডাকি,
সেবার ধর্ম নিয়ে হাতে হাত রাখি।
অশ্বের নাকে দড়ি;
তব কত পিছু ঘুরি।
ধারি ধার শুধিবার, অভিনয়ে মুখ ভার
খোলসে বদলে ফেরে- বাস্তবতায় ফিরি।


পাষন্ডবক্ষ বহে অট্টহাসির গ্লানি,
কীসেতে শোভা কীবা, কার ফুলদানি;
কার গৃহে ঠাঁই পায়- কে রাখে থরে থরে।
কারো বা প্রশান্ত আঁখি দেখেই জুড়ে যায়,
হা-হাকার জ্বালা পেটে, তব কীবা সুখ পায়;
কী সাত্ত্বনে কীবা বরে।