শ্যাম - বর্ণের কায়া ,
অথচ মুখখানি জুড়ে তার -
খেলা করিছে অদ্ভুত এক মায়া !


     একচিলতে হাসি মুখে তার -
  সর্বদাই লেগে থাকে ,
         নিজেকে নিয়ে সে ব্যস্ত ভীষণ -    
               আপন ভূবনেতে !


    হাসি দেখে সবাই ভাবে -
       তার নেই কোনো দুঃখবোধ ;
    আসলেই কি তাই !
        সে কি অতটাই নির্বোধ ?


        কিন্তু আছে কোনো এক সুজন ,
            যে খুইয়ে বসেছে মন ;
             হাসিমাখা ঐ মুখখানি দেখে !
                      সেই শুধু বুঝে....
  
মেয়েটার মুখের ঐ হাসিতে
       কখন বেজে ওঠে বিষাদের বাঁশি;
            আর কখনই বা ঝলসে ওঠে -
       যামিনীর জোছনা ঝরানো শশী !


#হাসি