যান্ত্রিক এই শহরে -
মুড়ে আধুনিকতার চাদরে ,
সব্বাই-ই মিথ্যে মায়ায় বিভোর ;
যেন কভু আসিবে না ভোর !


করতে নিজ স্বার্থের অণ্বেষন ,
যতদূর চোখ যায় সবাই ব্যস্ত ভীষণ ;


পাছে কার কি হলো - তাতে কিবা আসে যায় ?
সবাই মেতে আছে যার যার আপন ভাবনায় !

আসলেই কি তাই ?
নাকি ভুলে গেছে সবাই -
সময়ে সময় বদলায় ?