নিঃশব্দ নিশুতি রাত ;
    গভীর ঘুমে আচ্ছন্ন পুরো জনপদ !


অথচ আমার চোখে ঘুম নাই 😶


তাই ছাঁদের কোণে একলা দাঁড়িয়ে ঠাই,
আঁধারের কালিমায় নিজেকে ভেজাই !


নয় অযথাই,
ভালো লাগে তাই!


ঘাড় ঘুরিয়ে অদূরের গাছে ,
ড্যাবড্যাবে চোখে চেয়ে আছে -
একটা পেঁচা ;


কে জানে ?
বেচারাও হয়তো বা আমারই মত -
নিঃসঙ্গ, একা !


তবে উপভোগ করছি -
দূরান্ত হতে উড়ে আসা শেয়ালের হাঁক;
আর অদূরের গর্ত থেকে ভেসে আসা -                  
      ঝিঁঝিঁ পোকার অবিশ্রান্ত ডাক !