গাছটির জন্মদিন আজ,
মাত্র পঞ্চাশ বছর!
কিন্তু এ বয়সে গাছটি
এরকম হয়ে গেল কেন?

সাধারনত এরকম গাছ বাঁচে
কতদিন?

গাছটি ফুল ও ফল দু'টো
দেয়ার সাথে ছায়াও দেয়!
ইদানিং গাছের পাতাগুলো
হলদে হয়ে যাচ্ছে...
পটাসের অভাবে!

অনেক ফুল শুকিয়ে গেছে,
ফলগুলো মরে গেছে?
ডালগুলো আর সতেজ না!
তাহলে অক্সিজেনের অভাব?

শিকড়ে পানি নেই, প্রচুর আগাছা!
গাছকে নতুন মাটি-সার দিতে
হবে, পানি দিয়ে লাভ হবেনা!
না হয় পাশের পরিবেশ
সরিয়ে নিতে হবে?

এখনই হাইড্রোজেন পার -অক্সাইড
লাগবে,কারণ এটাতে পানির চেয়ে
এক অণু অক্সিজেন বেশী!


আমরা কী পারিনা গাছটার
একটু যত্ন নিয়ে বাঁচাতে?

আজ তোমার
সুবর্ণ জয়ন্তীতে বলছি
''শুভ জন্মদিন গাছ'' !

=================o


কানাডা,

(২৬ মার্চ, ২০২১)
১২ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ