মা বাবারা গর্বিত!
কারণ তাদের সন্তানরা অনেকে গোল্ডেন জি.পি.এ-৫ পেয়েছিল...
তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল !
এরা মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়_
কখনো এ সব ছাত্র--ছাত্রীরা করেছে কি হায়?
গত ২৮ মার্চ, ২০২৪ এ পরীক্ষার ফলাফল পাওয়া গেল,
সব ইউনিটের গড় পাশের হার, এগারো ভাগ তারা পেল!
শতকরা চল্লিশে পাশ তারপর মৌখিক পরীক্ষার বেগ
শিশুর মেধা বিকাশে স্কুল-কলেজের ভূমিকা অনেক!
এখন দেশে মেধাবী শিক্ষকের বড় ই আকাল...
ভর্তি পরীক্ষার ফলটা ফল নয়, যেন মাকাল!
যারা ভর্তি হতে পারবে না তারা ঢাকায় ইংরেজী নামে কিছু ...
সার্ফিকেট বিক্রির প্রতিস্ঠানে পয়সার বিনিময়ে থাকবে পিছু !
পাশ করে বের হয়ে এরা তারপর যে কোন একটা চাকুরী ধরবে!
নীতিহীন মেধায় শিক্ষিত বেকারদের নিয়ে বাংলাদেশ কী করবে?
মেধার বিস্ফোরনে দেশ দিশেহারা!