সব মানুষ ভালোবাসাতে শুধুই পেতে চায়,
উপর-নীচ দেখে কিন্তু দেখে না ডান-বায়!
অনুরাগের পরিমান বেশিতে হয় একরোখা
সোহাগ কম হলেও একজন খুব ব্যথা পায়!