মুখের ভাষা আর চোখের ভাষা এক নয়!
চোখ সব সময় মনের কথা বলে না, ভয়?
মিথ্যা বলার সময়ও চোখ ডান দিকে সরে,
কথা শোনে চোখে তাকানো তে মন ভরে!
ঘন ঘন চোখের পাতা মিথ্যা বলার ধারণা...
অবাক হলে বা না বুঝলে ও কিসের তুলনা!
সরাসরি চোখে তাকানো সেটাও মন্দ কয়,
ঊর্ধ্বগামী দৃষ্টিতে তাকায়!সেটা মিথ্যা নয়?
চোখে চোখে তাকানো,কথা শোনার সময়!
শ্রোতা ভীষণ ভাবে বিরক্ত! তাই নাকি হয়?