ধর্মীয় এক বইয়ে পড়েছিলাম পাথুরে প্রাণীর কথা ,
আবার চলন্ত ছবিতেও দেখেছি এসব মূর্তি...
ওরা মানুষ ছিল, খোদা ওদের পাথর বানিয়ে দিয়েছিলেন!
কারণ তারা আল্লা্হর ইচ্ছার বিরুদ্ধে ছিল ...
জীবনে ইনসানের অনেক রকমের কষ্ট আসে!
একটা পাথুরে প্রাণের কারণে আরেকটা আত্মাও জড় হয়ে যায়...
তবে পুরো দেহটা কি পাথর হতে পারে?
পাথর হবার ইচ্ছে যার, সে হয় না!
কিন্তু তাঁর ইচ্ছাতে অন্য কে পাথর করে দিতে পারেন...