আজ বাসায় কেউ নেই তাই আজ উৎসব।
এমন এক উৎসবমুখর পরিবেশে আপনাদের জানাই অভিনন্দন।
অভিনন্দন, আপনারা খুব সফলতার সাথে অর্জন করেছেন শুধুমাত্র ব্যর্থতা।
অভিনন্দন, আপনারা হারিয়েছেন সহস্র ফুল এবং আরো একটি ফুল।

আজ এই উৎসবমুখর পরিবেশে আপনাদের জানাই শুভেচ্ছা।
শুভেচ্ছা জানিয়ে বলতে চাই,
বন্যেরা চিড়িয়াখানায় সুন্দর,
আর শিশুরা সুন্দর কোনো বিধ্বস্ত অট্টালিকার নিচে।
শুভেচ্ছা জানিয়ে বলতে চাই,
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপর পারমাণবিক বোমা।
শুভেচ্ছা জানিয়ে উপদেশ দিচ্ছি,
বিদ্বান হইলেও সুজন-দুর্জন উভয়েই পরিত্যাজ্য
যদি না সে যুদ্ধ জানে।
শুভেচ্ছার সাথে জানিয়ে দিলাম,
লোকে যারে বড় বলে বড় সে নয়,
গণ-শোষণ করে যে, বড় সে হয়।

এমন এক উৎসবমুখর পরিবেশে আপনাদের জানাই ধন্যবাদ।
ধন্যবাদ, আপনারা আমায় এনে দিয়েছেন সাহস।
আপনাদের ব্যর্থতা আমার সাহস যুগিয়েছে।
এমন এক উৎসবমুখর পরিবেশে আপনাদের জানাই সমবেদনা।
আফসোস! আপনারা হারিয়েছেন, হারাচ্ছেন, হারাবেন।

এমন এক উৎসবমুখর পরিবেশে আপনাদের জানাই শুভ এবং চিরবিদায়।