মৃত্যুতে ভয় নাই হে শাসক।
       একদমই নেই,
       এই পিঠ ঠেকে যাওয়া সময়ে।
       ভয় তো তাদের,
       আছে যার হারানোর।
       আমার বরং ভয় তোমার বানানো ওই প্রতারণায়,
       যে প্রতারণা আমার সর্বস্ব লুটেছে,
       লুটেছে অগাধ বিশ্বাস,
       বেচে থাকার অসীম ইচ্ছাটুকু।
       আমি ভয় পায় সেই প্রতারণাকেই,
       যা প্রতিমুহূর্তে আমাকে তিলে তিলে অনুভূতিহীন করেছে।
       লুটে নিয়েছে আমার হারানোর,
       ব্যাথা পাওয়ার অনুভবটুকু।