প্রতিটা শব্দের মধ্যেই আমি রোকতলেখা খুজে পাই..
যে বাংলা ভাষার দাবিতে..
       সালাম রফিক জব্বররা খুন হয়ে যায়..
প্রতি প্রেমের কবিতার লাইনে যাদের আত্মবলিদান খুজি..
সেই প্রেমেই একদিন নিজেদের লুটিয়েছিলো..
       বাংলা মায়ের বীর সন্তানরা বুঝি..
বাংলা আমার লালন ফকির..
       পাঁচ নামাজের মাঠ..
       বাংলায় আমি কীর্তন শুনি..
       গামছা সুতির হাট..
       একুশ শতকের একুশে ফেব্রুয়ারি.. বাংলা বললে ক্ষেত..
       নিজের ভাষা নিজের গর্ব..বাংলাটা মোর জেদ.......