Bye Bye 2021..


       Welcome 2022..


       কৃষক বিদ্রোহের আঁচে উত্তপ্ত শীতে আগমন মহামারীর মাঝে।
       অন্তটাও আজি নতুন শঙ্কার মহামারীর ওমিক্রন ধাপে।
       মধ্যিখানে রয়েছে ইতিহাস নতুন ইতিহাস তৈরির,
       তীব্র রাষ্ট্রীয় দমনেও লড়ে গিয়ে
       জিতে আসা অন্নদাতাদের ঐতিহাসিক সংগ্রামের।
       আছে মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে,
       বঙ্গ দখলের ফ্যাসিবাদী হানাকে
       রুখে দেওয়ার উদাহারন একুশেই।
       21দেখিয়েছে রাষ্ট্র যন্ত্রের গাফিলতির
       এক ধ্বংস যজ্ঞ দেশকে,
       গঙ্গায় ভেসেছে মহামারীর প্রকোপে
       মানুষের লাশ ঝাকে ঝাকে।
       পর্যাপ্ত মেডিক্যাল ব্যবস্থার অভাব থেকে অক্সিজেনের ক্রাইসিসে
       মহামারী ক্লিষ্ট মানুষকে,
       শাসকের অপদার্থতায় খুন হতে..
       তবু আশা দেয় এই একুশ,
       বাঙালির নিজস্ব অস্তিত্বের লড়াইয়ের দীপ্ত 21শে ফেব্রুয়ারির সংখ্যা একুশ,
       যেনো সারাবছর এক উদ্যমী লড়াইয়ের প্রতীক।
       কৃষক আন্দোলনের জয়ে
       অহংকারী শাসকের দম্ভের ধ্বংস,
       ফ্যাসিবাদের বিরোধী লড়াইকে বারবার প্রেরণা দিক।