মনের মাঝে এক লড়াই চলছে..
       রাত্রি, নিদ্রার বিরুদ্ধে..
       দূরে ভাসে কোথাও উদাসী বাউল গান..
       আসছে কানে ধীরে ধীরে..
       রক্তে চোরাস্রোত বয়ে যাচ্ছে..
       সেই অজানা অচেনা মধুর সুরে..
       মধ্যরাত..
       স্তব্ধ জনজীবন..
       জেগে আছি শুধু আমি..
       এই গ্রাম বাংলার সৌন্দর্যে মোহিত হয়ে..
       একি নতুন প্রেম জাগলো..
       নাকি প্রকৃতির মাঝেই খুঁজে নিচ্ছি আজকাল তোরে..
       গ্রীষ্মের কোনো দুপুরে..
       এভাবেই তোর লাবণ্যে মোহিত হয়ে..
       শুরু হয়েছিল আমাদের প্রেম..
       টিকেনি ঠিকই বাস্তবে..
       তবে আজও প্রেমটা আছে..
       প্রতিটা নিশুতি রাতের মাঝেই তোকে খুঁজে পাই..
       তোর থেকে আমার ব্যবধান তখন একদম শুন্যের কাছে..
       প্রত্যহ রাত্রি নিশিথে আমরা দুজন প্রেমে মত্ত হয়ে জেগে থাকি..
       তুই প্রেমিকা হয়ে মোর থাকিস অনিদ্রা আর প্রকৃতির অপরূপ রূপের মাঝে.......