বদলা নয় বদল চাই..
       পরিবর্তন চাই..প্রত্যাবর্তন নয়..
       একদা শ্লোগানে মুখরিত বাংলায় আসায় বুক বেধে..এনেছিনু এক নতুন দিন..
       কয়েকবছর পরেই সম্বিত ফিরল..এ যেন লাল জমানা..আক্রান্ত বিরোধী কন্ঠস্বর..চারিদিকে আবারো হুলস্থুল..
       সত্তর দেখিনি আমি..
       শুনেছি বহু..
       অত্যাচারে মানুষ অতিষ্ঠ..
       সইলো জুলুমে ভরা চৌত্রিশ..
       এযে নতুন উষা ছিল..
       বহু রক্তের পর ওঠা একফালি রাঙা সূর্য..
       তবু কেন আজও বিপন্ন মানুষ??..
       মতপ্রকাশ করলেই জুটে লাঠি..
       এযে পুরোনো শাসকেরই মতো কার্য..
       কেউ আবার ধ্বংসের মাঝেই সুনাই চলো পাল্টায় এর নতুন বাণী..
       অবিরত দেখছি যে তোমাকেও..
       মোর দেশ ভাই এর সাথে ভাইয়ের বিভেদে ঝরাচ্ছ কতো রক্ত..
       তোমাকেই বা কি করে আনি??..
       পরিবর্তন, চলো পাল্টায় বলিলেই হয় নাহি সম্পূর্ণ..
       মানসিকতা পাল্টাও শাসক..
       চিরকাল টিকিয়ে রাখা নিজ ক্ষমতার..
       নাহয় হাজার পরিবর্তন আনো..
       প্রতিবারই তোমার কথিত পরিবর্তন রইবে অপূর্ণ.......