কে আমি,
কি লক্ষ্য আমার এ জীবনের?
এগিয়ে যাচ্ছি কোন অনিশ্চয়তার দিকে।
মনে ভাবনার ঘুরপাক
উদিত ভাবনার ঘোরে ঘুমাচ্ছন্ন আমি।
হঠাৎ এক আহবানে উঠি জেগে
চোখ খুলে বিষ্ময়ে হই হতবাক,
আমারি বিছানার ধারে দাঁড়িয়ে সে!
দেখে মনে হয় শত জনমের চেনা
জন্ম-জন্মান্তরের প্রিয়া সে আমার।
তারি বাড়ানো হাতে রাখি হাত।।
কোন এক মাঠের প্রান্তে
খোলাআকাশের নিচে পাশাপাশি দাঁড়ানো
আকাশের চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে যাচ্ছে।।
আমার শতজনমের প্রিয়া বলে,
তাকাও আকাশে খুঁজে নাও গন্তব্য।
শুধু নিজের পাওয়ার মধ্যে নেই সুখ,
নেই শান্তি,বিলিয়ে দাও নিজেকে
চাঁদের মত সবার মাঝে।।


রংপুর
৫ ই নভেম্বর, ২০১১ খ্রিস্টাব্দ।
$$$$$$$$$$$$$$$$$$$$$