ছিলনা কোনো নদী আমার বাড়ীর কাছাকাছি
কভু তাই হয়নিকো ঠাঁই তোমার বুকে
রাত্তিরে তো নয়ই।
রাতের নদী নদীর বুকে নৌকা সাথী
ভ্রমনে কী আছে যে সুখ না পেতাম আমি
না ই যেতাম যদি।
স্রোতস্বিনী পদ্মা তোমার সর্পিলতার ভাঁজে
প্রথম আমার ভেসে চলা
মুগ্ধতা ছড়ানো সে রাতে।
নদীর উপর বয়ে চলা পবনের ঐ শীতলতা
স্নিগ্ধতারই পরশে মোর
ভরিয়ে দিয়েছে মনকে।
শরীরের ক্লান্তি সকল যত মনের ধকল
ধুয়ে সব সাফ হয়েছে
মাঝ নদীরই জলে।
মাঝ নদীতে উঠেছে চাঁদ ছড়িয়ে তার আলোর ছাদ
তারি ফাঁকে তারা হাসে
ফুল তুলে তার গালে।
আমি যেন আছি বসে সিংহাসনে হীরক রাজ
আকাশ সারি তারারাজি
পাড়ের সারি হীরালোক।
এমন শোভায় কোন অজানায় হারায় যে মন
যায়না বলা যায় না মুখে
সত্যিটা যেন কল্পলোক।


রংপুর
২০/০৪/২০১৭