$$$$$$$$$$$$$$$$$$$$$
ধীরে ধীরে শেষ হয়ে এলো
সোনালী রৌদ্র ভরা দুপুর
তবুও বেঁজে উঠলো না
তোমার পায়ের নূপুর।
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো
সব বকুল শুকিয়ে গেলো
তবুও তুমি আসলে না?!
তুমি আসবে বলেছিলে
দ্বি-প্রহরে
এসেছিলাম তাই দুটি নয়ন ভরে
দেখতে তোমাকে
এনেছিলাম বকুলের মালা
পরাতে তোমাকে।
তোমার কথা তো তুমি রাখলে না
দ্বিপ্রহরে তুমি আসলে না
তোমার প্রতীক্ষায় থাকতে থাকতে
ফুল ঝরে গেলো মোর মালা হতে
তবুও তুমি আসলে না?
কেন আসলে না তুমি?
তবে কি দিলে ফাঁকি মোরে??
এ-জীবনের তরে।।


রংপুর
০২/০২/২০১৬