জীবনের স্বপ্নগুলো বাস্তবায়নের পথে
বারবার শুধু হোঁচট খেয়েই চলেছি,
স্বপ্নের পাঁপড়িগুলো শুধু
ঝরেই পড়ছে।
তবুও অবুঝ মন না শোনে বারণ।
যতই তাকে জাগাতে চাই
মনে হয় অকাল-বোধন।
মনের ভিতর জমে থাকা
কষ্টে, সৃষ্ট ক্ষতগুলো
দ্রুতই ছড়িয়ে পড়ছে,
হয়তো একদিন
ক্যান্সারে রুপ নিবে,
গ্রাস করে ফেলবে
সমস্ত শরীরকে।
মনের অসুখ হলে তা কি শরীরকে
স্পর্শ করে না?
তখন অঙ্গ -প্রত্যঙ্গগুলো
একটি একটি করে কেটেও
হয়তো বাঁচানোর উপায় থাকবে না।
নিজের ভালো নাকি
পাগলও বোঝে,
এ মন কেন বোঝে না?!
অামি অার অামার সত্ত্বা
আজ দ্বিধাবিভক্ত।
কিন্তু অামাকেও তো বাঁচতে হবে,
নিজের জন্য না হলেও
অনেকগুলো মুখের দিকে তাকিয়ে,
যারা শুধু অামারই অপেক্ষায়।।


রংপুর
০২/০২/২০১৬