সকালের স্নিগ্ধ শীতল হাওয়া গায়ে মেখে
শুরু হয়েছিল সেদিনের।
বাড়ন্ত বেলার সাথে পাল্লা দিয়ে
আমি যতটা কাছে এসেছিলাম তোমার
তার চেয়েও বেশি উত্তাপ ছড়িয়েছিল সূর্যটা।
শুষ্ক হাওয়ায় বেড়েছিল ধূলোর প্রকোপ
তবুও ক্লান্তি স্পর্শ করতে পারেনি আমায়
ছিন্ন হয়নি দুটি হাত,পড়েনি পলক চোখের।
রক্তাভ শিমুল ফুলের দিকে চেয়ে থাকা
চারচোখ আর দুই মাথার সম্মিলন
শরীরের স্পর্শটুকু না হয় থাক।
সে-দিন আমি আর
ফিরে পাবো না জানি
তবুও তো ফাগুন আসে
বসন্তের আগমনী গান নিয়ে।
কোকিল কুহুতানে আজও গায়
আজও ফোটে শিমুলের ফুল
শুধু শুনিনা সেই ডাক,
এই,,,,,,


রংপুর
১৩/০২/২০১৬