মেঘনার কোলে ভাসতে থাকা
আমার ছোট্ট সোনা দ্বীপ,
সংস্কৃতি আর ঐতিহ্যে ভরপুর
সাগর কন্যা সন্দ্বীপ।


মায়ার বাঁধনে আগলে রেখেছে
কি মায়াবী তাহার রূপ,
নীল আকাশে জ্বলছে সদা
জ্ঞানী-গুণীর দীপ্ত ধুপ।


যুগে যুগে কত মনীষী
জন্ম নিলো তাহার কোলে,
কালে কালে আসবে আরো
বাঁধা-বিপত্তির প্রাচীর ঠেলে।


বঙ্গ কবি আব্দুল হাকিম
এই দ্বীপেরই গর্ব,
এই ভূমিতেই রচেছিলেন
সেই বঙ্গ বাণী পর্ব।


জাহাজ নির্মাণ, লবণ শিল্প
এই দ্বীপেরই ঐতিহ্য,
তাহার তরে পূর্ণতা পায়
দ্বীপ মৃত্তিকার সৌন্দর্য!


মেঘনার তীরে বালুচরে
ষড়ঋতুর রূপ যে ঢলে,
আমার এই জীবন খানি
ধন্য তারই চরণ তলে!