জীবনে চেয়েছি এমন একটি হাত,
যে হাত ধরে আমি যেতে পারব
সেই সুদূরে, বিস্তীর্ণ আমার সীমানায়।
আমি পেয়েছি সেই বিশ্বস্ত হাত,
তোমার বন্ধুত্বের হাতের মাঝে।


জীবনে চেয়েছি এমন একটি দৃষ্টি,
যে দৃষ্টিতে আমি নিজেকে দেখব ;
সেই গভীরত্বে, যা বাস্তবতায় মানায়।
আমি পেয়েছি সেই দীপ্তির দৃষ্টিভঙ্গি,
তোমার তীক্ষ্ণ আখিঁর মাঝে।


আমি চেয়েছি সুন্দর একটি হৃদয়,
যে হৃদয়ে জুড়ে আমি থাকব ;
সেই বন্ধনে, অবাধ প্রেমের ছায়ায়।
আমি পেয়েছি সেই উচ্ছ্বসিত হৃদয়,
তোমার তৃষিত  প্রেমের মাঝে।


আমি খুজেঁছি প্রশস্ত একটি বুক,
যে বুকে নিরাপদে আমি থাকব ;
সেই মমত্বে, অমলিন ভালবাসায়।
আমি পেয়েছি সেই স্ফীত  বুক,
তোমার বিশ্বস্ত বাহুর মাঝে ।


আমি চেয়েছি মমতার একটি কাঁধ,
যে কাঁধে মাথা রেখে আমি স্বপ্ন দেখব ;
সেই ভূবনে, যেখানে ভাসবো ভেলায়।
আমি পেয়েছি স্বপ্ন দেখার কাঁধ,
তোমার আমোদী  কাঁধের মাঝে।


আমি খুজেঁছি ভালবাসার একটি কন্ঠ,
যে স্বরে শুধুই আমি শুনব ;
মিষ্টি প্রেমের স্বর্গে , হারাব অজানায়।
আমি পেয়েছি প্রেমী কন্ঠস্বর,
তোমার সুমিষ্ট বাগ্মীর মাঝে।


10/4/14