""অস্রুর জলে অংকুরিত ভালবাসা ""


রাতের নির্জনতা, নির্ঘুম মিট মিট করে জ্বলা জোনাকি -
ছিলো সেই নিকষ কালের সাক্ষী,
যখন আমার তাচ্ছিল্যের ভালবাসায়, তোমার
হৃদয় গাঙ্গে উঠেছিলো নিষ্ঠুরতার ঝড়।
দীর্ঘ শুন্যতার পরে গড়িয়েছিলো দু ফোঁটা অশ্রু,
ঐ কাজলে আঁকা শুভ্র কাশফুলের ন্যায় চোখের কোণে।
শুক্লপক্ষের চাঁদ সাক্ষী সেই শেয়াল ডাকা রাত্রির প্রহরে,
যখন তোমার নির্বাক অস্রু ফোঁটা -
মরুভূমিসম এই হৃদয়ে দাপিয়ে বেড়িয়েছিলো জলোচ্ছাসের মতো।
যার শিশির ভেজা দূর্বাঘাসের ছোঁয়ায়,
মৃত শ্মশান অন্তরে জেগে উঠে প্রেমের ঊষার আলো।
খরার তপ্ত মৃত্তিকায় তখন উদ্ভাসিত হয় ভালবাসার
নব অংকুরিত সবুজ পত্রপল্লবের সমারোহে।
আমি আজন্ম ঋণী সেই ক 'ফোঁটা অশ্রুর কাছে,
যা এই বিধ্বস্ত নির্পতিত হৃদয়কে দিয়েছে
চিত্তপ্রসাদ, তোমার নির্ঝরা প্রেমের বিনিময়ে।


24/7/14