“আমরা দু’জন আলাদা ছিলাম
দুটো পৃথিবী - দুটো আলাদা আকাশ;
আমাদের আকাশে রংধনু ছিল – কল্পনার রঙে
আমার কল্পনার রঙ ছিল – সবুজ
আমি ভেসেছি সবুজের উচ্ছ্বাসে ;
তোমার ছিল নীল – আকাশী নীল
তুমি ছিলে নীল-রাঙা আভিজাত্যে ।
একদিন দেখা হল আমাদের – দূর থেকে
আমার চোখে প্রথম নীলাকাশ ছিলে তুমি;
তোমার চোখে আমিই প্রথম সবুজ উল্লাস ।
আমরা যৌথ আকাশ পেতে -
পরস্পরের দিকে এগিয়ে গেলাম;
ভিন্ন দুটো পথের একটি অভিন্ন নাম দিলাম – স্বপ্ন;
কল্পনা শুধু রঙের ভিতরে একাকী অবগাহন-
তাই আমরা পরস্পরকে স্বপ্ন-রঙে রাঙিয়ে
যৌথ আকাশের তলে সাজিয়েছিলাম অন্য ভুবন ;
কল্পনা ক্রমে বিস্মৃত হল স্বাপ্নিক চোখে ।
তোমার চোখে হাজারো রঙ দেখে –
আমার স্বপ্ন হয়েছিল রঙিন ;
লাল-নীল-সবুজে আমাকে দেখে
রঙিন স্বপ্ন তোমার চোখেও ছিল সেদিন ।
অতঃপর একদিন স্বপ্ন ছোঁতে আমরা ছিলাম দ্বিধাহীন
সেদিন যৌথাকাশে প্রথমবার দেখতে পেলাম রংধনু-
ভালোবাসার বাস্তব উজ্জ্বল কাঙ্ক্ষিত রংধনু ।
সাত রঙা আলোয় বাস্তবতার বাগানে-
স্বপ্নকে মূর্ত করে তুললাম ফুলে ফুলে;
স্বপ্নের সুন্দরতম মৃত্যু সুখে -
ভালোবেসে ফোটালাম অজস্র ফুল পরস্পরের চোখে ।


অতঃপর আমরা বাস্তব বাগানে হাঁটতে থাকি
ভালোবেসে প্রথম যেদিন ঠোঁটে ঠোঁট রাখি
বাগান থেকে ‘শ্রদ্ধা’ নামের শুভ্র ফুল ঝরে পড়লো ;
বিয়ে-ভবিষ্যৎ ভাবনায় প্রথমবার যেদিন বাগানে হাঁটি
সেদিন ‘অবিশ্বাস’ নামে কাঁটাযুক্ত আগাছা জন্ম নিলো ;
ক্রমে আগাছায় ছেয়ে যাওয়া বাগানে
‘অনাস্থা’,‘সন্দেহ’ নামের অসংখ্য ভুল ফুল ফুটেছিল ;
তবু আমরা একসাথে ছিলাম
তখন আমাদের চোখের রঙ ছিল – হলুদ
তখন আকাশে বাস্তব রঙের রংধনু ছিল ।


একদিন হাতে হাত রেখে হেঁটে কিছু দূরে দেখি
‘মুগ্ধতা’ নামের সোনালি ফুল অঙ্কুরে বিনষ্ট হল ;
তবু অভ্যাসে ভালোবাসায় বাগানে হাঁটতে গিয়ে দেখি
প্রিয় কোন ফুল ‘ধর্ম’ নামের পোকা খেয়ে গেছে গতকাল,
ভালোবাসার বেড়া ভেঙে সকাল-বিকাল
‘সমাজ’-‘প্রথা’ নামে অসংখ্য পোকার প্রবেশ পথে
আমরা বাধা হতে পারিনি সমন্বয়ের অভাবে ;
‘জ্ঞান' নামের ফুলের চাষাবাদ করিনি বলে
ফুলের বাগান ভুল ফুলে ভরে যায় ক্রমান্বয়ে ।


আমরা দু’জন আলাদা ছিলাম
পুনরায় আমরা আলাদা হলাম
দুটো পৃথক গ্রহের মত – যেখানে পৃথক দুটি আকাশ;
শুধু রংধনুটাই একই ইতিহাস গোপনে রেখে
অভিন্ন রঙে আজও আমাদের আকাশে উঠে;
এখন আমাদের রংধনুর রঙ – কালো ।“


....................................... মাহবুব শাকী  
১৮/০১/১৫ইং