যুগল প্রেমের জয়গান শুনি- শ্লোগানে শ্লোগানে
নিবিড় প্রেমের প্রলয় যেন-যৌথ প্রণয়ে !
এমন নিখাদ মিথ্যেকে আজ- জীবন বিকিয়ে জেনেছি আমি,
দ্বৈত প্রেমের ভেতরে কেবল- একজনাকেই প্রেমিক জানি।


অসময় জুড়ে অভ্যাসে চলে- বিষম খেলা,
কেউ ভালোবাসে- কেউ-বা বাসায়,
যে বেশি চায়- সে-ই তো হারায
ভেসে যায় এক যৌথ ভুলের জীবন ভেলা ;
অতঃপর কেউ চলে যায় তার মৃত্যুঘুমে
একজনা শুধু অবহেলা পায়- নিবিড় প্রেমে ।


এভাবেই গেছে- এভাবেই যাবে
গৌণজনাই প্রেম শিখাবে- আপন ভুলে
যদি কোনদিন প্রেম চলে যায়- ঘৃণার ছলে-
রঙিন দুখের শুদ্ধ যাতনা- কে কুড়াবে ?


তুমি জানো নি- আমি তো জেনেছি-
পরাজিত প্রেম জীবনের চেয়ে কতোটা দামি;


শাশ্বত বোধে প্রেম হয়ে থাক- একমুখী, একগামী !