একটি উদার আকাশ চাই
হোক তা নীল কিংবা গোমট মেঘেই ঢাকা,
একটি শান্ত দুপুর চাই
হোক তা শ্রাবণ দিনের কিংবা-
চৈত্র রোদের খা খা ।
একটি পথিক হেঁটে যাক প্রথাগত রাস্তায়-
প্রান্তে এসে অবাক দেখুক- প্রারম্ভেই ঠায় !
'সুন্দর তবু সত্য নয়- সত্যই সুন্দর'
এ-কথা আজ বুঝুক সবাই ।