দুস্তর মরুভূমির পথে-
এই পাহাড়ি ঝর্ণার নৃত্য,
যতটা না সুন্দর।
উটের রাখালের কাছে,যতটা না প্রিয়-
আর এ সবুজ ঘাসের উপত্যকা।
লু-হাওয়ায় রোদে যতটা না প্রফুল্লকর,
ছায়া ধারী এ-ই বৃক্ষ।

তারচেয়ে মৃত রাজপ্রাসাদটা তোমার -
কিছুতেই আমার বেশি আপন হতে পারেনা হে রাজা?
কেননা তুমি পছন্দ কর আজকের দিনটা-
শেষ না হওয়ার জন্য ভোগের মুহুর্ত থেকে।
আর আমি পছন্দ করি-
ক্লেশের ভেতর পথটা যদি শেষ হয় তাড়াতাড়ি,
তাহলে ঝর্ণাটা পেয়ে যাবো,হয়তোবা সে-
মেশকের ভেতর থেকে উৎসারিত,
অনন্ত ফেরদাউসের।