প্রতিটি, ন্যানো সেকেন্ডেই-
পরিবর্তিত হচ্ছি আমি!
যুগপৎ, আবার নিজেকে তৈরি করছি নতুন করে।
কোষ বিভাজনের, জৈবিক জীবনচক্র,
আমাকে ঠেলে দিচ্ছে দ্রুততর ভবিষ্যতে।
গ্রহের আহ্নিক ঘুর্ণনে,
অন্ধকারে পড়ে থাকে অতীত!
আমি খুঁজি, মৃত্যুর মিয়ারা।