অঝোরে ঝরছে বৃষ্টি,
এমন আষাঢ়ে দুপুর।
গাঁয়ের পুকুর ডুবে-
হয়েছে টুই-টুম্বুর।

ডুমুর পাতার ঘরে,
আহারে ছোট্ট ছানা দুটি।
টুনটুনি মায়ের-
করে লুটোপুটি।

থরথর করে কাঁপে,
যখন বাতাসে দেয় নাড়া।
নড়োবড়ো কুটির,
ভেঙে হবে সারা।

ভয়ে যেন দিশেহারা,
মায়ের করুন চোখ।
কে দেখে সেই ছোট্ট পাখির,
অসহায় মুখ।