হন্যে হয়ে, ছুটে আসে কালো লেপার্ড ;
রাত্রির কালো অন্ধকারে।
ভয় জেগে থাকে উপত্যকায়!
ক্ষিপ্র থাবা, ক্ষিপ্ত চাহনি আর,
নড়ে ওঠে ভয়াল রাত্রিতে, এ কালো অন্ধকার।
মানব শিশুরা আজ নির্ঘুম গাজায়,
কাটায় সময়টা যেন আচমকা সে বিভৎস মৃত্যুর অপেক্ষায়।