ঝুলকালি মেঘের আকাশটা, ঝুলে আছে জানালায়।
জারুল পাতার গান,বেজে ওঠে হাওয়ায়-হাওয়ায়।
অপরাহ্ন রোদের সুদীর্ঘ ছায়ায়, পড়ে থাকা স্মৃতি।
ঝরা বকুলের কান্নায়, আমার আশৈশব বিস্মৃতি।
অতঃপর রাত্রির কুহকে, হুতুম পেঁচার ডাকে।
অন্ধকার ঘনীভুত, ঝঞ্জা বিক্ষুব্ধ বুনো বৈশাখে।
পাখির নীড়ের মতো ভেঙ্গে যায়, যদি এ স্বপ্নকুটির।
মুছে যাওয়া সব আলো, আমার এই রঙ্গিন পৃথিবীর।
কালো মলাটের নিচে চাপা পড়ে রবো সে প্রাগৈতিহাস।
বেদনা বিধুর কান্নার বেহাগ হয়ে আমার এই মৌন দীর্ঘশ্বাস।