মংলা থেকে করমজল,
গহীন গাঙ্গের দুলছে জল।

দুপাশে ঘন সবুজ বন,
মায়া হরিণীর অবুঝ মন।

স্যাঁতসেঁতে চর, সারস দল,
মন মাতিয়ে আকাশ তল;

ডিঙি চলে দুলে-দুলে,
অচিন মায়া ডাকছে কুলে।

হেঁতাল গরান কেওড়া পাতার-
কুটির যেন শিল্প যে কার।

ওঁৎ পেতে রয় ব্যাঘ্র সেথায়,
হরিনরা সব ভয়ে লুকায়।

ফেরিয়ে পথ বনের বাঁকে,
ঝুলছে বাঁদর শাখে-শাখে।

হরিৎ টিয়ার চিৎকারে আর,
সন্ধ্যে নামে হয়ে আঁধার।