নিম্নবিত্ত মানুষ থাকি আগলা ঘরে
দিনরাত ইঁদুর-বিড়াল চুর-পুলিশ খেলা করে
তাই দেখে হাসে কুকুর শুয়ে বিছানাতে
শূন্যে দোলে ছাউনি কমজোর খুঁটি
যেখানে সাজানো থরে থরে তোমার প্রতিচ্ছবি
বেড়া ভেদিয়া খিলখিল করে শৈশব জ্যোতি
ছড়ায় আলো তোমার আবছায়া মুখখানি
ভাসে পাটাতন জোয়ারে রিনিঝিনি বৃষ্টির নীরে
কাটি সাঁতার  দু'জন ভাবনার অকুল অয়নে
করি বৃষ্টি গায়ে মাখামাখি খেয়ালী মনে
দুঃখ-বেদনায় অনিন্দ্য-সুখ ঝরে
অনুরাগের আলোতেই জীর্ণ কুটির ঝিকিমিকি করে।